আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে সেবক বন্ধুর উদ্যেগে “করোনা প্রতিরোধে বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করা হয়

মোঃ মশিউর রহমান, রংপুর প্রতিনিধি 

 

রংপুরের “আতঙ্কে নয় সতর্ক হলে” করোনা ভাইরাস নির্মুল করা যায়, এই স্লোগান কে সামনে রেখে সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যেগে রংপুরের পান্ডার দিঘী ঈদগাঁহ মাঠ থেকে সেবক বন্ধুর প্রধান কার্যালয়, পরশুরাম থানা,পান্ডার দিঘী,ভরসা রংপুর গ্রুপ অফিস হয়ে কেল্লাবন্দ সর্দারপাড়া শাখা অফিস, তিন মাথা মোড়, সিও বাজার এলাকা সহ আনুমানিক ১০ কিলোমিটার রাস্তা, ময়লা-আর্বজনা স্থান, মসজিদ,অফিস,স্কুল, কলেজ, দোকান ও বাজারের আশপাশ স্প্রে করা হয়।

উক্ত করোনা প্রতিরোধে লিফলেট,মাক্স ও স্প্রে করার সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান ইসাদ (প্রতিষ্ঠাতা ও সভাপতি , সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন),
সাধারণ সম্পাদকঃ মোঃ মেঘদাদ বীন ওমর মিথুন, মোঃ সিফাত হোসেন, সভাপতি,সেবক বন্ধু সর্দারপাড়া শাখা,সাধারন সম্পাদক মোঃ নাছির হোসেন নাঈম , প্রচার সম্পাদক মাহাফুজ, আবির, শিশির, সাওন,প্রিন্স, সৌরভ,সোহান,সাওন সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিগন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ