খাদিমুল(বিশেষ প্রতিনিধি)
এরকম সৌভাগ্য হয়েছে কি
আপামর সাধারণ জনগনের??
করোনার সচেতনতা ও সামাজিক
দুরত্ব বজায় রাখতে মানুষ যখন
ঘড়বন্দী ঠিক সেই করুন সময়ে
হাতিবান্ধা ও পাটগ্রাম এলাকায়
অসচ্ছল পরিবার গুলোর খাদ্য
নিশ্চত করতে হাত বাড়িয়ে দিলেন
(হাতিবান্দা-পাটগ্রাম)-১আসনের
জননেতা মোতাহার হোসেন
(বীর মুক্তি যোদ্ধা)।হাতে হাতে
তুলে দিলেন তার নির্বাচনী এলাকার
প্রতিটি অসচ্ছল পরিবারের জন্য
প্রয়োজনীয় খাদ্য। এলাকা জুড়ে
অসচ্ছল পরিবারের মাঝে স্বস্থি ফিরেছে।
লালমনিরহাট -০২ আসন তার মধ্যে
আদিতমারী উপজেলার বর্তমান
পরিস্থিতি তুলে ধরতে চাই,শুধুমাত্র গত২৬ শে
মার্চ আদিতমারী উপজেলার মহিষ খোঁচা এলাকায় ত্রাণ বিতরন হলেও এখনো বাকি ৭ ইউনিয়নে ত্রাণ বিতরন হয়নি।
কিছু কিছু স্থানে সংখ্যায় অল্প পরিমান
সাবান ও মাস্ক নিয়ে ব্যাতিব্যাস্ত উপজেলা চেয়ারম্যান। হয়তো ১০ দিনে ঘড়ে থাকুন কর্মসূচী তে ১০ দিন অতিবাহিত হওয়ার পরেও খাদ্য কর্মসূচী তে সুযোগ মিলবে কি না সেটা অনেকের জানা নাই। এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে ফোন দিলাম উনি আমার ফোনটা রিসিভ করেনি।বাট কোন কথাও হলো না,। বাধ্য হয়ে জেলা ত্রাণ কর্মকর্তার সাথে কথা বললাম উনি বললো যে আদিতমারীতে ত্রাণের বরাদ্দ পাঠিয়ে দেওয়া হয়েছে। আদিতমারী ইউএনও স্যার ওনার সাথে কথা বললাম উনি জানালো আপাতত সাবান ও মাস্ক বিতরণ করতেছি। ত্রান সামগ্রী নিয়ে সিদ্ধান্ত হলে জানাবো।
এদিকে একই আসনের আর একটি উপজেলা কালিগন্জ উপজেলায় ইউএনএ মহোদয় ত্রাণ বিতরন শুরু করেছেন। কালিগন্জ উপজেলা চেয়ারম্যান সহ এলাকায় ত্রাণ পৌঁছে
দিচ্ছেন বলে যানা গেছে।
ত্রাণ বিষয়ে জানতে চেয়ে পলাশী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলীকে ফোন কে ফোনে কথা বলে যানা যায় যে আপাতত একটা তালিকা প্রস্তুত করার নির্দশনা আসছে সেটা করেছি দেখি কি দেয়।তবে ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি বিস্তারিত অবহিত নয়।
আদিতমারী এলাকার জনগনের প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।আপনি ঘোষণা করেছিলেন -ঘড়ে থাকুন মোট১০দিনের খাদ্য নিশ্চত করতে জেলা প্রশাসন কাজ করবে। আপনি এটাও বলেছিলেন যে সংসদ সদস্য/উপজেলা চেয়ারম্যান /ইউনিয়ন চেয়ারম্যান যারা জনগনের কাছে ভোটের সময় গিয়েছিলে এখন তাদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসো। কিন্তু আদিতমারী উপজেলার জনগন এব্যাপারে
ভরসাহীন হয়ে পরেছে।