আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে ২য় ধাপের টিকা নিলেন মেডিকেল কলেজ শিক্ষার্থী ও নার্স

ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুরে দ্বিতীয় ধাপের সিনোফার্মের করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
আজ ১৯ই জুন চাঁদপুর সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে এ টিকা প্রদান করা হয়।

গতকাল ১৮ই জুন শুক্রবারে চাঁদপুরে এসে পৌঁছে ৯ হাজার ৬শ ডোজ ভ্যাকসিন।
যা দিয়ে প্রথম ধাপের এবং নতুন করে দ্বিতীয় ধাপের ৪ হাজার ৮ শ জনকে টিকা প্রদান করা যাবে।

১৮ই জুন শুক্রবার ইপিআই ভবনের প্রতিনিধিদের কাছ থেকে টিকা গ্রহণ করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফ আহমেদ চৌধুরী।
এ সময় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইছারুল্লাহ সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার প্রথমে টিকা দেয়া হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী ও নার্সদের। আজ ১৯ই জুন (শনিবার) সকাল সাড়ে ৯ টায় তাদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়।

তথ্যসুত্রে আরো জানা যায়, শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম বন্ধ থাকায় কতজন শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পেরেছে তা আপাতত বলা যাচ্ছে না।
শিক্ষার্থীদের টিকা প্রদানের পর পাবেন অন্যরা

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ