আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় মানসিক ভারসাম্যহীন পরিবারকে ইউএনওর গরু দান

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলাধীন ব্রজপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন চার ভাই বোনের পরিবারে গরু দান করা হয়েছে৷
জীবিকা চলতে সহায়ক হিসেবে ভারসাম্যহীনদের পিতা লবা প্রামানিক এর নিকট গরু হস্তান্তর করেন ইউএনও ইকতেখারুল ইসলাম৷
এর আগে তাদের চার ভাই বোনকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা এবং সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়৷ সেইসাথে পিতা লবা প্রামানিক এর বয়স্কভাতা এবং যাইগা আছে ঘড় নাই প্রকল্পের মাধ্যমে ঘড় দেয়ার প্রকৃয়া চলমান রয়েছে বলে জানান ইউএনও ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা মানুষের মানবিক অধিকার নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছেন৷ এর ধারাবাহিকতায় অফিসার্স ক্লাবের পক্ষথেকে লবা প্রামানিক কে জিবিকা চালাতে সহায়ক হিসাবে গরু (বোকনা) দেয়া হলো৷
গরু দান কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রমানিক, প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান,কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, এও মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ