আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

করোনার প্রভাবে রংপুরে যানজট উধাও, অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের নানা কার্যক্রম

মোঃ মশিউর রহমান, রংপুর প্রতিনিধি  

সারা বাংলাদেশে মতো রংপুর মহানগড়ীর ব্যস্ততম সব সড়কগুলো প্রায় ফাঁকা। বন্ধ সকল বড় বড় শপিংমল ও মার্কেটগুলো। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশ-প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার। তাই রংপুর নগরীর সড়কগুলো থেকে চিরচেনা যানজট উধাও হয়ে গেয়েছে। বন্ধ রয়েছে পাড়া-মহল্লার ছোট বড় মুদি ও পান দোকানও পর্যন্ত। এ যেন এক অন্যরকম নগরী। আজ শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সেই সাথে নগরীতে জনসমাগম না করার তাগিদ দেয়া হয় পথচারীদের।
এদিকে সরকারী নির্দেশনা পুরোপুরি মানছে না নগরবাসী। নগরজুড়ে বেশ কিছু অটোরিস্কা, রিস্কা, মোটরসাইকেল চলাচল করছে। এতে করে করোনা ভাইরাসের সংক্রমন ঘটতে পারে বলে শংঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এর মধ্যে সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতামূলক লিফলেট বিতরন করছে। করছেন নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী সরবরাহ।
সেই সাথে মাইকিং করে জনগণকে করোনা মোকাবেলায় নানা পরামর্শ দেয়া হচ্ছে। অন্যদিকে মোটরসাইকেল, অটোরিক্সাহ অন্যান্য গণপরিবহনে জীবনুনাশক মিশ্রন স্প্রে করছে রংপুর ফায়ার সার্ভিজ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ