আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুর মেডিকেলে বেরোবির শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুমন হোসেন, রংপুর প্রতিনিধি :
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুন) বিকাল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক উমর ফারুক,গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল ইসলাম ফাইন,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফ ভূইয়া,সাবেক সহ- সম্পাদক মামুনুর রশিদ মামুন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া,বেরোবি স্টুডেন্ট রাইটস ফোরামের সভাপতি মিলন মাহমুদ,দূর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মোস্তফা কামাল,রংপুর সাধারন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক নাভিহান আকন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ