খাদিমুল(আদিতমারী উপজেলা প্রতিনিধি)
লালমনিরহাট জেলার আদিতমারী
উপজেলায় বসবাস রত সকল পরিবার
সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ শে
মার্চ হতে ঘড়ে অবস্থান মেনে চলছে।
এদিকে প্রত্যন্ত এলাকায় ঘুড়ে লক্ষ করা
যায় একদম নিম্ন আয়ের পরিবারগুলো
প্রায় খাদ্য সংকটে ভুগছে।
এই করুন সময়ে ভুক্তভোগীদের বিবেচনা
করে লালমনিরহাট (জেলা প্রশাসক)
আবু জাফর মহোদয়ের নির্দেশনায়
উপজেলা (চেয়ারম্যান)জনাব ইমরুল
কায়েস ফারুখ সহ উপজেলা (নির্বাহী অফিসার) মনসুর উদ্দিন গত রাত কাল
(বৃহস্পতিবার) রাত ১০টার দিকে
আদিতমারী উপজেলার মহিষখোঁচা
ইউনিয়ন জুড়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা
করেন।এসময় মহিষখোঁচা ইউনিয়ন(চেয়ারম্যান) মোসাদ্দেক চৌধুরী।
সারেজমিনে গিয়ে লক্ষ করা যায়
দিন দিন অর্থ সংকটের দিকে
সব পেশাদার ব্যাক্তি ও জনসংখ্যায়
বেশী পরিবার গুলো।
আদিতমারী উপজেলা প্রশাসন এর
সিদ্ধান্ত অনুযায়ী বাকী ৭ ইউনিয়নে
ত্রাণ কার্যক্রম চলমান থাকবে
বলে যানা গেছে।