আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

পত্নীতলায়  এ কেমন শত্রুতা আম গাছের সঙ্গে 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি 
রাতের আঁধারে নওগাঁর পত্নীতলা  ইউনিয়নের বালুঘা গ্রামের ১০কাঁঠা  জমির প্রায় ৬০টি  আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মোজাফফর  আম চাষি। তবে রবিবার  (৩০ মে) এ ঘটনায়   দুর্বৃত্তদের সঠিক বিচারের দাবি জানিয়ে পত্নীতলা থানায়  দুপুরে  একটি অভিযোগ করা হয়।
এদিকে রাতের আঁধারে বাগান হতে আম গাছ কেটে ফেলার ঘটনায় চাষিদের মতো বিস্মিত স্থানীয়রাও। তারা গাছ কেটে ফেলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।
আম চাষিদের দাবি, আমের মৌসুমে এসব গাছ থেকে প্রায় ৫০হাজার টাকার  রুপালি( ১০)  আম কেনাবেচা হতো। গাছ কেটে ফেলায় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে।
পত্নীতলা  থানার ওসি শামসুল আলম  বলেন, সন্তান হারা শোকের মত ছোয়া পড়েছে বাগান ও বাগান মালিক এর পরিবারে। নিশ্চয়ই অতি দ্রুত তদন্তে দোষী সাব্যস্ত করে বিচারের আওতাধীন আনা হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ