আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সলঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসী মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সলঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসী মালিককে জরিমানা
সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রি ও মজুদের দায়ে তিনটি ফার্মেসীর মালিককে ৯ হাজার টাকা জরিমানা এবং একটি খাবার হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় হোটেল মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩০ মে) বিকেল ৫টায় সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে খাবার হোটেল ও ফার্মেসী মালিককে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ ও মঈন উদ্দিন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মুক্তা খাবার হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় মালিককে ৪ হাজার, রাকিব মেডিকেল হল, মহসিন মেডিকেল হল ও ভাই ভাই মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রি ও মজুদের দায়ে ফার্মেসী তিনটির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ঔষুধ প্রশাসনের সহকারি পরিচালক আহসান হাবিব উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ