আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

শাহজাদপুর হাবিবুল্লাহনগরে কর্মসূচির কাজে বদলে যাচ্ছে গ্রামীন রাস্তা

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুরের ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ৪০ দিনের কর্মসুচির কাজের ফলে পিছিয়ে পড়া গ্রামগুলোর উন্নয়নে গতি ফিরে পেয়েছে। অবহেলিত গ্রাম গুলোর ভাঙা রাস্তা মেরামত ও নতন রাস্তা নির্মাণ কাজ চলছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের , রতনকান্দি দক্ষিন পাড়া রাস্তা ভরাটের কাজ করতে দেখা যায়, এ ছাড়াও ডায়া বেড়াকুচুটিয়া ও নাড়ুয়া গ্রামে শ্রমিকরা মাটি ফেলে নতুন রাস্তা নির্মাণের কাজ করছে। অনেক স্থানের ভাঙা রাস্তায় মাটি দিয়ে ভরাট করতেও দেখা যায়।
হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সচিব মোঃ উজ্জল হোসেন জানান, গত ৩ তারিখ থেকে অত্র ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু হয়েছে। এখানে নিবন্ধিত ৩১১ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু সরকার বলেন, যে সকল এলাকায় রাস্তার অভাবে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে সেই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা শতভাগ কাজ করে যাওয়ার চেষ্টা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ