মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি:
আত্রাইয়ে অভ্যন্তরিণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে খাদ্যগুদাম প্রাঙ্গনে এর উদ্বোধন করেন নওগঁা-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক , ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,খাদ্য গোডাউন ইনচার্জ রিয়াজুল হক,আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
এবার ৪০ টাকা কেজি দরে আগামী ১৬ আগষ্ট পর্যন্ত ১ হাজার পঁাচ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার জানান।