আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ-সমাবেশ 

মোঃ সুমন ইসলাম  
রংপুর প্রতিনিধিঃ
অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি,স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, রোজিনা ইসলামকে হেনস্থাকারী  অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আজ ২০ মে ২১ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় নিপীড়নের বিরুদ্ধে রংপুর স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেছে। শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা আকবর হোসেন,শিক্ষক বনমালী পাল,রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু,সাংবাদিক আফতাব হোসেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ,সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক,মাহিগন্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল,টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার সাধারন সম্পাদক এহসানুল হক সুমন,রিপোর্টার্স ইউনিটি রংপুর বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রীপন,প্রজন্ম একাত্তরেরর দেবদাস ঘোষ দেবু,এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, রাষ্ট্রচিন্তা’র সদস্য এডভোকেট রায়হান কবীর, জন সংগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন বাবু, কমিউনিষ্ট পার্টি গঠন প্রক্রিয়ার সদস্য জুবায়ের হোসেন জাহাজী,রংপুর পদাতিকের নাসির সুমন, ছাত্র অধিকার পরিষদের সংগঠক ইয়াসির আরাফাত প্রমূখ।বক্তারা, বাক স্বাধীনতা,আইনের শাসন ও গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তার দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ