আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে করোনা প্রতিরোধে হিউম্যান হেল্পিং সোসাইটির নানাবিধ উদ্যোগ

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

 

সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডে করোনা প্রতিরোধে গরিব ও অসহায় মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরন করেন হিউম্যান হেল্পিং সোসাইটি। একইসাথে শাহীবাগের বিভিন্ন জায়গায় জীবানু নাশকারী স্প্রে ছিটানো হয়েছে বলেও জানা যায়।

আজ (২৬ই মার্চ) সাভারের আইচানোয়াদ্দা, শাহীবাগ, ডগরমোড়া ও নিউ মার্কেট এলাকায় সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে লিফট লেট সহ মাক্স ও হ্যান্ড স্যানিটাইজ বিতরণ করে।

এ বিষয়ে এলাকায় হিউম্যান হেল্পিং সোসাইটির প্রেসিডেন্ট তাজ খান নাঈম বলেন, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোঃ আব্বাস আলির সহযোগিতায় সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি গরিব ও অসহায় মানুষের মাঝে জনসচেতনতা মূলক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি কাউন্সিলর আব্বাস আলীকে মানবতার সেবায় কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ