নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কাজিপুরে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মে) আসুমানিক বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাজরাহাটি বাজারে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষামুড়া চৌরাস্তা থেকে যাত্রি ভর্তি একটি সিএনজি সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভানুডাঙ্গা থেকে হাটশিরার দিকে যাওয়া মোটর সাইকেলটি হাজরাহাটি বাজারের মোড়ে পৌঁছালেই তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী ও সিএনজির চালকসহ মোট সাত জন গুরুতর আহত হন। এদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কা জনক।
মোহাম্মদ নাসিম স্মৃতিসংসদের সভাপতি রোকনুজ্জামান জানান, “স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। এখন পর্যন্ত তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।” এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনও জানতে পারিনি। আপনার কাছ থেকে জানলাম। দ্রুত খোঁজ নিচ্ছি।