আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

হাসপাতালের কার্যক্রম সমূহ সেবামূলক হওয়া উচিত – এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার কারনে বাংলাদেশের ঔষধ এখন দেশের চাহিদা পুরন করে পৃথিবীর বিভিন্ন রাস্ট্রে রপ্তানি করছে। মহামারী করোনায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থেকে ডাক্তার, নার্সসহ কর্মচারীরা কাজ করেছে। করোনায় সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। বেসরকারি হাসপাতালের কার্যক্রম ব্যবসায়িক না হয়ে সেবামূলক হওয়া উচিত। সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত। (১৬ মে) ২০২১ সকালে লালমোহন সদর হাসপাতালের সামনে হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের ২য় তলায় গ্রীণ লাইফ ডায়াগনিষ্টিক এন্ড হসপিটাল এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি শাওন আরও বলেন, মহামারী করোনাকালীন সময়ে পৃথিবীর অনান্য রাস্ট্রের তুলনায় আমরা অনেক ভালো আছি। মহান আল্লাহর রহমতে এবং দেশনেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার কারনে আমরা আমাদের পাশের দেশ ভারতের তুলনায় করোনায় অনেক ভালো আছি।আমাদের কে সুস্থ ও ভালো থাকতে হলে সবাইকে সরকারি দিক নির্দেশনা মেনে চলতে হবে।আমাদের সামনের দিনগুলিতে ভালো থাকতে হলে এবং করোনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।

লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন হাসপাতালের টিএইচ ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কামলা ইউপি সদস্য আক্তার হোসেন প্রমূখ।
লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবিরসহ লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ