মো: মজনু আলম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা’র পক্ষ থেকে ২১৫ পরিবারের মাঝে ঈদ উপহার (সেমাই,চিনি,দুধ,শাড়ী-লুঙ্গী ও ছোট বাচ্চার কাপড়) হিসেবে বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।বুধবার (১২ মে) সকালে বিতরণ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গ্রুপের প্রধান এডমিন ও সাংবাদিক এস.এম.রকি।এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মোকছেদুল ইসলাম ও লায়ন ইসলাম, মডারেটর নাঈম হাসান, অশোক রায় জয়, জে আর জামান, আশরাফুল রিফাত, রতন রায় অভি, মারুফ হাসান রিফাত ও শাহরিয়ার রহমান সুমন।গ্রুপের প্রধান এডমিন ও সাংবাদিক এস.এম.রকি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের ইচ্ছা শক্তি থেকে মানবিক ও ভালো মানুষদের সহায়তায় এই কাজটি করা সম্ভব হয়েছে। আগামীতে এরকম মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।