আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে ‘স্টুডেন্ট স্কয়ার’

নিজস্ব প্রতিবেদক, রাবি : 
ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট স্কয়ার’। বুধবার বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
প্রতিটি ব্যাগে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি চিনিগুড়া চাউল, ১ কেজি গরুর মাংস, এক কেজি ডাল, মিষ্টিকুমড়া এবং ১ লিটার তেল। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী একসাথে পেয়ে উচ্ছ্বসিত এইসব পরিবারের লোকজন।
এর আগেও করোনা লকডাউনের মধ্যে পাঁচ ধাপে প্রায় ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে সংগঠনটি। বিগত কয়েকবছর ধরেই ‘স্টুডেন্ট স্কয়ার’ সংগঠনটি এ ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। করোনা লকডাউনের মধ্যেও সদস্যদের নিয়ে অসচেতন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, অসহায় ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা সহ প্রশাসনিক বিভিন্ন কাজে সহায়তা করছে সংগঠনটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ