আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ সলঙ্গা থানার, সলঙ্গা নতুনপাড়ার গ্রামের, মোস্তফা আলীর ছেলে শিশু হাসান আলী (৫) ও এরান্দহ গ্রামে কামরুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১০) মে দুুুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।নিহত শিশুর স্বজনরা জানান, এরা দুই জন বাড়ির পাশে খেলতে যায়। পড়ে বাড়ির লোকজন তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে পায় না। পরে দুপুর তিনটার দিকে তাদের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে তাৎক্ষনিক পরিবারের লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্তর সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে।এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. তাপস তাদের দুইজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ