গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির উদ্যেগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় রুহিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে এ সব জিনিস বিতরণ করা হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনে রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির,সাধারণ সম্পাদক কুদরত আলী, সহ-সাধারণ সম্পাদক কায়সার হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ প্রমুখ।