নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (০৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেটের মেইন গেইটের সামনে থেকে ৫০৬ ইয়াবা পিস ট্যাবলেট সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ (৪৫), পিতা-মৃত মুনছুর আলী, বর্তমান সে মাহমুদপুর ওপেল গার্ডেনের বাসিন্দা, স্থায়ী ঠিকানা -কান্দাপাড়া, ২। মোঃ নূরুল ইসলাম (৫৫), পিতা-মৃত বাহার প্রামানিক, সাং-মাহমুদপুর পূর্বপাড়া, উভয় থানা ও জেলা-সিরাজগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে , এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।