আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

করোনা প্রতিরোধে মাক্স ও লিফলেট বিতরণ

মোঃ মশিউর রহমান, রংপুর প্রতিনিধি

 

রংপুরের গংগাচড়া উপজেলায় “আতঙ্কে নয় সতর্ক হলে” করোনা ভাইরাস নির্মুল করা যায়,
এই স্লোগান কে সামনে রেখে গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘ(gss) এর আয়োজনে গংগাচড়া উপজেলার বিভিন্ন স্হানে প্রায় ২০০টি করোনা প্রতিরোধে লিফলেট ও ৫০ টি মাক্স বিতরণ করা হয়েছে।
উক্ত করোনা প্রতিরোধে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফ্ফান হোসাইন আজমীর,সভাপতিঃ গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘ(gss),গংগাচড়া,রংপুর।
সাধারণ সম্পাদকঃ মোঃ আসাদুজ্জামান বাপ্পি,দপ্তর সম্পাদকঃ মেহেদী হাসান,নির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ শাওন মিয়া,আঃ হান্নান,মোঃ জনি মিয়া ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিগন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ