বিশেষ প্রতিনিধিঃ, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন শিমলা গ্রামের হাজির বাথান নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাঁজা (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শুক্রবার (৬ মে) রাত্রি সাড়ে ৯:৩০ মিনিট দিকে অভিযানটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপর হড়মা গ্রামের মুনসুর আলী বিশুর ছেলে মোঃ হুমায়ন কবির (৩৫) অপরজন গোদাগাড়ী থানাধীন কেশবপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় ।
উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।