মোঃমশিউর রহমান, রংপুর প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য রংপুরের কেল্লাবন্দ সদ্দার পাড়া এলাকায় নিজ প্রতিষ্ঠান মুদিখানায় অস্থায়ী বেসিন (হাত ধোয়ার) বসানো হয়েছে এবং উদ্বুদ্ধ করা হচ্ছে নিয়মিত হাত ধোয়াসহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে।
অন্যদিকে মুদিদোকানের পরিচালক (সিফাত হোসেন) বলেন, প্রথমেই হাত ধোতে হবে তাড়পড়ে পন্য ক্রয় করতে হবে। করোনায় আতঙ্কিত না হয়ে নিজে সচেতনত থাকতে হবে এবং অন্যদেরকে সচেতনতা বাড়াতে হবে।