আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে প্রণোদনার সার ও বীজ পেল ৭শ প্রান্তিক কৃষক

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বর্তমান অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১০ জনের গ্রুপে জনপ্রতি আউশ ধান বীজ-৫ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন, কেরামত আলী, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।এবার উপজেলায় সাত’শ কৃষক প্রণোদনার সার ও বীজ পাবে বলে কৃষি অফিসার জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ