নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনার বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ৫০ টি কর্মহীন পরিবারের মাঝে ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশন উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত ডাঃ ইউনুস আলীর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মহীন ৫০ পরিবারের মধ্যে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রিসিলা খান মলি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।