আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

নওগাঁর কৃষকের ঘরে উঠতে শুরু মৌসুমের বোরোধান

শেখ নাফিজ, নিজস্ব প্রতিবেদক :

দেশের সর্বাধিক চাল উৎপাদন খ্যাত উত্তরের জেলা নওগাঁর মান্দায় শুরু হয়েছে বোরোধান কাটার উৎসব। উপজেলার ভারশোঁ, পরানপুর,তেঁতুলিয়া, মান্দা,কশব, কাশোপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের বেশ কিছু জমিতে আগাম রোপণকৃত বোরোধান কেটে ঘরে তুলতে শুরু করেছে স্থানীয় কৃষকরা। এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে যা গত মৌসুমের চেয়ে ২৪০ হেক্টর বেশি। এই মৌসুমে উচ্চ ফলনশীল হীরাতেজ, হাইব্রিড, ব্রি ধান -২৮ ও জিরাশাইল জাতের ধান বেশি রোপণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর। এ ব্যপারে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউৎরাইল বিলের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে দৈনিক আজকের জনকণ্ঠকে তারা জানন, অনুকূল আবহাওয়া, সঠিক সেচ ব্যবস্থা এবং আগাম ধানের চারা রোপণ করা সত্বেও কোন কীটপতঙ্গের আক্রমণ না থাকায়, অধিক ভালল ফলন আশা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, উপজেলার নিচু অঞ্চলগুলোতে আগাম রোপণকৃত বোরোধান কাটার কাজ শুরু হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ