আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

র‍্যাবের অভিযানে ১ কেজি হিরোইনসহ দুইজন  গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা  এলাকায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সরমংলা এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার টেনা নামক গ্রামের মৃত নুরুল হকের ছেলে সাজিদ হোসেন (২৩), অপরজন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ভুমরাদহ গোড়া ধাপপাড়া গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে শাহরিয়া শুভ (২১) কে ৯২০ গ্রাম হিরোইন, একটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড, একটি মেমোরিকার্ডসহ আটক করেন র‍্যাবের একটি বিশেষ টিম।
উক্ত আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উক্ত ব্যক্তিদ্বয় গাজীপুর থেকে গতরাতে এসেছিল হেরোইন ক্রয় করার জন্য। হেরোইন ক্রয় করে তারা গোদাগাড়ী হতে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রার পথে
র‍্যাবের নিকট গ্রেফতার হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ