নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাতি গ্রামের গোলবার আমবিয়ার ছেলে আনোয়ার হোসন নামে এক খামারির কাল বৈশাখীর ঝড়ে ২ হাজার পিস পোল্ট্রির বাচ্চা মারা গেছে।
গতকাল রাতে বৈশাখীর ঝড়ে এ পোল্ট্রির বাচ্চা মারা যায়।আনোয়ার হোসেন (৩২) জানান, গত কাল রাতে কাল বৈশাখীর ঝড়ে আমার খামারের পাঁচ দিন বয়সের ২ হাজার পিস বাচ্চা মারা গেছে। আর ১০০ পিস বাচ্চা সেগুলোর অবস্থাও খারাপ যেকোন সময় মারা যাবে। প্রতি পিস বাচ্চার মুল্য ছিলো ৫০ টাকা। ২ হাজার বাচ্চায় ১ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। খাবার সহ মোট ১ লাক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমার এই পোল্ট্রির খামারই ছিলো একমাত্র ভরসা। ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতা চাই। আর্থিক সহযোগিতা না পেলে পরিবার নিয়ে অনেক বিপদে থাকতে হবে।এ ব্যাপারে কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু ছাঈদ সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।