পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আবু সাইদ (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দহগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক আবু সাইদ নোয়াখালী সদর উপজেলার গোপিবল্লভপুর এলাকার এনায়েতুল্লার ছেলে বলে জানাগেছে।
বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কিছুদিন আগে। এর পর ভারত থেকে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
দহগ্রাম বিজিবি ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাকে সকাল সাড়ে ৯টায় দহগ্রাম চেকপোস্ট থেকে আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বিকালে পাটগ্রাম থানায় তার বিরুদ্ধে মামলা করে বিজিবি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করেছে।