আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কঠোর অবস্থান নিয়েছেন আত্রাই থানা পুলিশ। সোমবার সকাল থেকে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, বেইলি ব্রিজের নিচে, নতুন বাজার, তুলা পট্টি, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অভিযান চালান ওসি আবুল কালাম আজাদ।
এসময় তদন্ত ওসি মোজাম্মেল হক কাজি, এস আই হাইদার হোসেন, প্রদীপ কুমার সরকার, মনিরুল ইসলাম, হরেন্দ্র নাথ সরকারসহ পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন। অভিযানে দোকান বিকেল তিনটার মধ্যে বন্ধ, অপ্রয়োজনে বাড়ী থেকে বের না হতে, মাস্ক ছাড়া বাড়ীর বাহির না হতে, মুভমেন্ট কার্ড সাথে রাখতে, যাদের মুভমেন্ট কার্ড লাগবেনা তাদেরকে পরিচয় পত্র সাথে রাখতে বলেন ওসি আবুল কালাম আজাদ। এদিকে পুলিশ আসার খবর পেয়ে দোকানের ঝাপ বন্ধ হয়ে যায়। মুহুর্তের মধ্যে অপ্রয়োজনীয় ঘুরতে আসা মানুষ চলে যেতে লাগলে বাজার খালি হতে থাকে।
ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। করোনা মহামারির হাত থেকে রক্ষা পেতে হলে মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে ওসি বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ