আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

সরিষার তেলে সয়াবিন মিশিয়ে বিক্রি; মিল সিল-গালা ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দীর্ঘদিন সরিষার তেলে সয়াবিন মিশিয়ে বিক্রির দায়ে একটি তেলের মিল অস্থায়ী সিলগালা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (দুপুরে) গোপন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি এলাকায় একটি সরিষার তেলের মিলে অভিযান চালানো হয়।এ সময় সরোজমিনে তেল পরীক্ষা নিরীক্ষা করে ভেজাল সয়াবিন মেশানোর সত্যতা পাওয়া যায় এবং ব্যাপারী জনসম্মুখে তা স্বীকার করে নেয়। পরবর্তীতে তেল কারখানাটি অস্থায়ী সিল-গালা করে দেয়া হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও অন্যান্য ৫ টি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৭ হাজার টাকা সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লেখ্য অভিযান শেষে ভোক্তা অধিকার সম্পর্কিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা বাজার কর্মকর্তা, ক্যাব সদস্য এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ