আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লকডাউনে গোপনে কোচিং পরিচলনার দায়ে মালিককে জরিমানা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

করোনাভাইরাসের সংক্রম রোধে জনসমাগম বন্ধ রাখতে লকডাউন ঘোষণা বকরেছে সরকার। তবে সেই নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে গোপনে কোচিং সেন্টার পরিচালনার দায়ে মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার (১৮ এপ্রিল) এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।জানা যায়, লকডাউন থাকা স্বত্বেও পৌরসভার হলপাড়ায় ড্রীমলান্ড বিদ্যালয়ের পিছনে এক বাসায় গোপনে শিশুদের কোচিং করানো হচ্ছিলো। পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। তিনি কোচিং সেন্টারটি বন্ধ করে দেন। আর আইন ভঙ্গ করার অপরাধে কোচিং সেন্টারের মালিক রোমেনা খাতুনকে বিশ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘লকডাউনে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে অযাচিতভাবে চলছে কোচিং বাণিজ্য। যারা এর সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ