মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পিতা মাস্টার সুলতান আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
এদিকে একই শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাষ্টার সুলতান আহম্মেদ চৌধুরী সোমবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, মরহুম সুলতান আহম্মেদ মাষ্টার দীর্ঘদিন থেকে অসুস্থ্য ছিলেন। মঙ্গলবার বাদ যোহর লক্ষ্মীপুর লিল্লাহ্ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।