আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সুদের ৩ হাজার টাকার জন্য ৫ জনকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক :

সুদের ৩ হাজার টাকার জন্য ৫ জনকে ছুরিকাঘাত
সুদের মাত্র ৩ হাজার টাকার জন্য একে একে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (১১ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের পৌর এলাকার মিলন মোড়ে পাঁচজনকে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মিলন মোড় এলাকার মো. আওয়াল হোসেনের ছেলে সজীব (২২), আলম হোসেনের ছেলে মিলন (২৩), রঞ্জু আহমেদের ছেলে সংগ্রাম (২৩), মৃত শাহ জামালের ছেলে রাজু (২৮) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে হৃদয় (১৮)।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সজীব ও মিলন নামের ওই দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত রাজু আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, রাত ৯টার দিকে খান সাহেবের মাঠ এলাকায় বসবাসরত মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন (৩৪) ও জুবলীবাগান এলাকার সেলিমের ছেলে দিলসহ আরও কয়েকজন এসে মিলনের কাছে শোভনের দেয়া সুদের ৩ হাজার টাকা দাবি করে।
এ সময় রঞ্জুসহ আহতরা শোভনকে ক্লাবে বসে এটা মেটানোর কথা বলে। এ সময় শোভন তার কাছে থাকা চাইনিজ চাকু দিয়ে প্রথমে মিলনের পেটে ছুরিকাঘাত করে। পরে সজীব, রাজু, হৃদয় ও সংগ্রামকেও ছুরিকাঘাত করেন। শোভন এলাকার চিহ্নিত সুদ ও মাদক ব্যবসায়ী বলেও জানান রাজু।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান বলেন, রাত সাড়ে ৯টার দিকে ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সবাই ছুরিকাঘাতে আহত। এদের মধ্যে ৩ জন এখানে চিকিৎসাধীন আছেন ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, খান সাহেবের মাঠ এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন (৩৪) মিলনকে ৩ হাজার টাকা সুদের ওপর দেন। এ টাকার জেরেই কথাকাটাকাটির একপর্যায়ে শোভন এ ঘটনা ঘটায়। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে থানায় অভিযোগ দিতে এলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ