আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

শাহজাদপুর রতনকান্দি কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুর রতনকান্দি কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন।শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান, সেবা নিন সুস্থ্য থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়ায় কমিনিউটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিকের সাস্থ্য সহায়তা ট্রাষ্ট, স্বাস্থ্য বিভাগ সাস্থ্য ও পরিবার পরিকল্পনার মন্ত্রনালয়ের উপ সচিব ড.মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু প্রমূখ।এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে, রতনকান্দি উত্তর পাড়া গ্রমের মানুষেরা যাতে সহজেই প্রাথমিক চিকিৎসা পেয়ে সুস্থ্য জীবন জাপন করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ