আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

ঠাকুরগাঁওয়ে আসিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র আসিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) ঠাকুরগাঁও সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।আসিফের সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নিহতের সহপাঠী, এলাবাসী, মা আমেনা ও বড় ভাই আশরাফুল হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে আসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় সাগরসহ অন্যরা। পরদিন সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়ে ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ