আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

রাজশাহীতে এ এইচ সির হেলথ এন্ড হাইজিন অলিম্পিয়াড অনুষ্ঠিত

মো: ইম‌তিয়াজ আহম্মেদ, রাজশাহী  :

এ্যারাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে “হেলথ এন্ড হাইজিন অলিম্পিয়াড -২০২১ ” চলমানতা রয়েছে। আজ তারই ধারাবাহিকতায় এএইচসি-এর উদ্যোগে রাজশাহী জেলায় ছোট্ট স্বপ্নের সহযোগিতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১ টা হতে এই কার্যক্রম শুরু হয়। নগরীর তালাইমারি এলাকায় এটি অনুষ্ঠিত হয়। এই অলিম্পিয়াডে মূলত সুবিধা বঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে। শীর্ষ স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত ও বৃত্তিপ্রদান করা হবে।ছোট্ট স্বপ্নের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এতে ছোট্ট স্বপ্নের সভাপতি মোঃআব্দুল্লাহ আল হাসান ও সহ-সভাপতি মোঃফিরোজ আহমেদ এবং এ এইচ সি রাজশাহী জেলা শাখার সভাপতি অরণ্য সাবিহা ও সাধারণ সম্পাদক মেহদী হাসান আকাশ সহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ