আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

শাহজাদপুরে জনসচেতনতা সৃষ্টিতে পুলিশের শোভাযাত্রা, মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।’- এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (২২ মার্চ) সকালে করোনার ২য় ধাপ মোকাবেলায় শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিন সকালে সচেতনতামূলক শোভাযাত্রাটি থানা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে থানা চত্বরেই গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে মাস্কবিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দেয় থানা পুলিশের সদস্যবৃন্দ।

জনসচেতনতামূলক এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ, ওসি (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আল মাহমুদ, আবু শামীম সূর্য, আব্দুর রউফ, জহরলাল শেখ, নাজমুল হোসেনসহ থানা পুলিশের সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, ‘করোনার ১ম ধাপে পুলিশ সম্মূখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। এবার ২য় ধাপে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সকলের সহযোগিতা কাম্য!’
শাহজাদপুর থানা পুলিশের জনসচেতনতামূলক উক্ত কর্মসূচি শাহজাদপুর সংবাদ ডটকমের উদ্যোগে সরাসরি সম্প্রচার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ