গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।জানা যায়, শুক্রবার বিকেলে লেউটি হাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে।আখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটিহাড়ি পুকুরে কষ্টি পাথরের মূর্তি পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনার সত্যতা পেয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’মুর্তি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, ‘রুহিয়া থানার ভেলারহাট সরকারি আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটি হাড়ি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মুর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি হবে। তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।