আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  জন্মবার্ষিকী  উদযাপন

রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে  বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,  উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানা,  সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের  পুস্পমাল্য অর্পণ, কেক কেটে মিষ্টি বিতরণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে দোয়া মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
সকাল ১০টায়  উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  সম্পর্কিত  স্থায়ী কমিটির সভাপতি  শহীদুজ্জামান সরকার এম পি।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।  এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সানজিদা সুলতানা,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক,    উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী  ,নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা  ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু,  জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ফাতেমা জিন্নাহ ঝর্ণা ,উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মচারী কর্মকর্তা বৃন্দ,  উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ অরুণ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ,সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ, প্রমূখ।  পরে ক্ষুদ্রনীগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি টাকা বিতরণ ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ