মোঃ সুমন ইসলাম,রংপুর প্রতিনিধি :
তাজহাট থানা পুলিশ। আজ (১১ মার্চ) রাতে নগরীর মর্ডান মোড়স্থ এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে অাটক করে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে তাজহাট থানার এসআই (নিঃ) শেখ মোস্তফা কামাল সঙ্গীয় অফিসার এ এস আই মুনমুন হোসাইন, এ এস অাই জাহিদ এবং রাত্রীকালীন মোবাইল-২২ ডিউটিরত ফোর্স তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে এসআই মোস্তফা কামাল জানান- তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশে আমরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে মডার্ন মোড় এলাকার শাহিন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামন থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বাঁশজানী গ্রামের হযরত আলীর পুত্র সেলিম হোসেন (২২) কে তিন কেজি শুকনা গাজা এবং একই ঠিকানার জালাল উদ্দিনের পুত্র রশিদুল ইসলাম (২৪) কে দুই কেজি গাজাসহ অাটক করা হয়েছে।