আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কষ্টি পাথরের মূর্তি

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইটভাটার মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের ভাঙা মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মার্চ) উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর এলাকার জেএমকে ইটভাটার মাটির ঢিবি থেকে এটি পাওয়া যায়।
জানা যায়, ইটভাটার শ্রমিকরা ঢিবি থেকে মাটি খুঁড়তেই কষ্টি পাথরের মূর্তিটা দেখতে পান। ভাঙা মূর্তিটির ওজন প্রায় পাঁচ কেজি ৬০০ গ্রাম। পরে তারা ৯৯৯ এ কল দিলে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করে নিয়ে যান।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মহেশপুরের একটি ইটভাটা থেকে কালো পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানো হয়েছে। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ