আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাল হোসেন নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১০ মার্চ) সকাল ৮ টার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার মমরেজপুর এলাকার এমএমএ ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত শিশু আলাল হোসেন রাণীশংকৈল উপজেলার বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাণীশংকৈল উপজেলার এমএমএ ইট ভাটার সামনে একটি ট্রাক্টরের ড্রাইভারের পাশের সিটে বসে ছিলো আলাল। ট্রাক্টরটি ইট ভাটার ভেতেরে প্রবেশ করার সময় সে চলন্ত ট্রাক্টর থেকে লাফিয়ে নামার সময় ট্রাক্টরের মাঝের বাম পাশের চাকার নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ