আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে মাজার ও নদী খনন প্রকল্প পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শাহজাদপুরে হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়ামেনী(রহঃ) এর মাজার ও নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

জানা যায়, শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করতোয়া নদীর খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন । এর পর তিনি পৌরসদরের দরগাপাড়া করতোয়া নদীর নদী রক্ষা বাধ ও নদীর তীরে অবস্থিত হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়ামেনী(রহঃ) এর মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মাজারে বিশেষ মুনাজাতে অংশ নেন। মোনাজাত করেন হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর মাজার ও মসজিদের ইমাম আলহাজ মাওলানা সৈয়দ আবু বক্কার সিদ্দিকি। এ পরিদর্শনে প্রতি মন্ত্রীর সাথে ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একে এম অহেদ উদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার মোঃ মাসুদ হোসেন সহ অন্যান্যরা। মাজার পরিদর্শনে আসলে সেখানে স্থানীয় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ