আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

৯৯৯ কল, নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ

মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :

বান্দরবানের লামায় ৯৯৯ নাম্বারে কল পেয়ে লাইন ঝিরি তিন রাস্তার মোড ব্রীজ এর নিচ থেকে পলিথিনে মোডানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশের একটি ইউনিট।
২৬ফেব্রয়ারী রাত ১১টায় ইমরান নামের এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে কল করলে লামা থানাকে তা জানানো হয়। লামা থানার একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করে নবজাতকের মৃত দেহ। পরে নবজাতকের মৃত দেহটি লামা থানায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ৯৯৯নাম্বারে কল দাতা জানান কিছু দিন পূর্বে আমি ব্রীজের নিচে ছাগল খুজার জন্য যাই দেখতে পাই এখানে পলিথিন মোডানো কি একটি পড়ে আছে। আমি মনে করেছি কিছু দিন পূর্বে এখানে মাহফিল হয়েছে সেই খানে গরু জবাই করেছে তার জুলা কেউ এখানে ফেলে রাখতে পারে। কিন্তু আমার ছোট বোন বলতেছে এখানে একটি ছোট বাচ্চার আছে, তাই আমি আমার এক বড় ভাইকে কল করি বড় ভাই আমাকে পরামর্শ দেয় ৯৯৯ নাম্বারে কল দেওয়ার জন্য তখন আমি ৯৯৯ নাম্বারে কল দেই, তার পর পুলিশ আসলে আমি তা দেখিয়ে দেই, পুলিশ পলিথিনে মোডানো নবজাতকের মৃত দেহটি নিয়ে যায়। পুলিশ জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ