আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

রাজশাহীর বাঘায় PPL এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত জোতকাদির পুর মাঠে PPL ( পানিকুমড়া প্রিমিয়ার লিগ) খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এই বছর ও সপ্তম বারের মতো PPL খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল  খেলায় পানিকুমড়া ভাই কিংস ও পানিকুমড়া টাইগার্স অংশগ্রহণ করে। পানিকুমড়া  টাইগার্স কে ৭ রানে হারিয়ে পানিকুমড়া ভাই কিংস বিজয়ী হয়। উক্ত খেলায় জয়ী দল কে ১০ হাজার টাকা ও রানার আপ দল কে ৬ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন সামিউল ইসলাম নয়ন সরকার  ভাই। সভাপতি দেলোয়ার হোসেন, উপস্থাপনায় মাহফুজুর রহমান  স্বপন স্যার, আরও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম তারিক মেম্বার, আজাদ স্যার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ