আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু বিতরণ 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর  আত্মসামাজিক ও জীবন মানোন্নয়নে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের ক্রস ব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পত্নীতলা শেখ রাসেল মিনি স্টিডিয়ামে বকনা গরু বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার । জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার। আরোও উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী, পত্নীতলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান, ভ্যাটেনারী সার্জন ডা: রফি ফয়সাল তালুকদার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। এই প্রকল্পে মোট ১৪০জন সুফলভোগীদের মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ