আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

তাড়াশে আওয়ামীলীগের সভাপতি আমজাদ ও সম্পাদক সন্জিত

গোলাম রাব্বি তাড়াশ উপজেলা প্রতিনিধি :

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ম,ম, আমজাদ হোসেন মিলন ১৯৩ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হক ১৪৮ ভোট পেয়েছেন। ৩ ভোট নষ্ট হয়েছে।

আর সাধারণ সম্পাদক পদে সঞ্জিত কর্মকার ২৭১ ভোট পেয়ে পুনর্র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক মর্জিনা ইসলাম ৭১ ভোট পেয়েছেন। ২ ভোট নষ্ট হয়েছে।.

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার (ইমন)।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

বিদায়ী সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্যও জনসংখ্যা বিষায়ক সম্পাদক, ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য,সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়,সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন প্রমুখ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ