আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

গোদাগাড়ীতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কমিটির সভা  

 নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় (কোভিড-১৯) করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু তাহের, গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এ ইউ ই ও) মাহমুদা পারভীন,৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল করিম শিবলী, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান (বকুল),সঞ্জীব গাইন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী উপজেলা প্রোগ্রাম অফিসারসহ বিভিন্ন ইউনিয়নে সচিব ও পৌরসভার প্রতিনিধিগণ এই সময় উপস্থিত ছিলেন।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু তাহের জানান,মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন জেলা ও উপজেলা ন্যায় গোদাগাড়ী উপজেলায় গত ০৫ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ হাজার ভ্যাকসিন আসে এবং  প্রথম ধাপের নির্ধারিত  সরকারি/বেসরকারি স্বাস্থ্য ও সমাজকর্মী, মুক্তিযোদ্ধা ,গনমাধ্যমকর্মী,নন-কোভিড সেবায় নিয়োজিত সকল স্বাস্থ্য কর্মী,রোগ প্রতিরোধ ক্ষমতা কম রোগী,স্থল,সুমুদ্র ও বিমান বন্দরের কর্মকর্তা/কর্মচারী,যারা কাজের জন্য দেশে ফিরে যাবেন সেই সব প্রবাসী শ্রমিক, সম্মুখ সারির আইন প্রয়োগকারী কর্মীগণ, সামরিক, আধা সামরিক-প্রতিরক্ষা বাহিনীর সদস্য, পৌর/সিটি কর্পোরেশনের জন প্রতিনিধি, ধর্মীয় নেতা, দাফন ও  সৎকার কাজে নিয়োজিত কর্মীগণকে বিনামূল্যে প্রথম ডোজ ও চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান ।
সেই সাথে আগ্রহীদের ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ