আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে প্রথম টিকা নিলেন এমপি রমেশ

জনাস রায়ঃ
ঠাকুরগাঁওয়ে প্রথম দিনে কোভিড১৯ ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।৭ ফেব্রুয়ারী রোববার আধুনিক সদর হাসপাতালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি প্রথম টিকা গ্রহন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, এমপি পত্নী অঞ্জলী রানী সেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. মাহাফুজুর রহমান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. শেখর কুমার রায়, সদর উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, অনেক বড় বড় দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে। এতে অনেকই আতংকে রয়েছে। আতংকিত হওয়ার কিছু নেই। আমি আজ নিজেই প্রথমে এই ভ্যাকসিন নিয়েছি। যার কারন হলো সাধারণ জনগন বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্য নয়।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় মোট রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ২১৫ জনের। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৬৩ জন, বালীয়াডাঙ্গী উপজেলা ৭১০ জন, পীরগঞ্জ ৩৮৫ জন, রানীশংকৈল ৩২৬ জন ও হরিপুর ২২১ জন। এর মধ্যে ৫৪৮ জনকে এসএমএস দেয়া হয়েছে। প্রথম দিনে সদরে ১৫০জন, রানীশকৈলে ১৯০ জন, পীরগঞ্জে ৮৩, বালিয়াডাঙ্গীতে ৭০জন এবং হরিপুরে ৫৫ জনকে টিকা প্রদান করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ